পাবনায় ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির সময় খেলনা পিস্তলসহ দুই চাঁদাবাজ আটক

পাবনার সাঁথিয়া উপজেলার কাশীনাথপুর বাজার এলাকায় ভয়ভীতি প্রদর্শন করে চাঁদা দাবি করার সময় দুই যুবককে আটক করেছে স্থানীয় জনতা। পরে পুলিশ এসে তাদের গ্রেফতার করে। সোমবার (২৮ জুলাই) সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে । অভিযুক্তরা হলেন রাজীব (২০) ও মোঃ সুজন (২২)। তারা স্থানীয় ব্যবসায়ী মো. শামসুর রহমানের মালিকানাধীন 'খান রাইস এজেন্সি' নামক চাউলের দোকানে এসে তার কোমরে একটি কালো রঙের খেলনা পিস্তল ঠেকিয়ে চাঁদা দাবি করে।
ব্যবসায়ী শামসুর রহমান উপস্থিত বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে খেলনা পিস্তলের নল বাম হাতে ধরে ফেলেন এবং চাঁদাবাজদের দিকে তাক করে বাজারের অন্যান্য ব্যবসায়ীদের ডাক দেন। মুহূর্তেই আশপাশের ব্যবসায়ীরা এগিয়ে এসে চাঁদাবাজদের ধরে ফেলেন এবং পুলিশে খবর দেন।
আরও পড়ুন: বিজিবির হেলিকপ্টারে ঢাকায় আনা হলো আহত হাতির চিকিৎসায় গিয়ে গুরুতর আহত ২ চিকিৎসকসহ ৩ জনকে
খবর পেয়ে সাঁথিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাজীব ও সুজনকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।