সাভারের কিংবদন্তি উজ্জ্বল নক্ষত্র রাজনৈতিবীদ, আশরাফ উদ্দিন খান ইমুর ইন্তেকাল

সাভারের রাজনৈতিক অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র, কিংবদন্তি জননেতা, বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধকালীন কমান্ডার, সাবেক সংসদ সদস্য, সাবেক পৌরসভার চেয়ারম্যান, সাবেক উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব আশরাফ উদ্দিন খান ইমু ইন্তেকাল করেছেন।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। দীর্ঘদিন ধরে তিনি নানা রোগে ভুগছিলেন।
আরও পড়ুন: রায়পুরায় কাউকেই গ্রীন সিগন্যাল দেওয়া হয়নি বলে দাবি মনোনয়ন প্রত্যাশীদের
মরহুমের জানাজা আগামীকাল শুক্রবার সকাল ১০টায় মরহুমের নিজ এলাকার পুকুরপাড় বালুর মাঠে অনুষ্ঠিত হবে। সকল শ্রেণী-পেশার মানুষকে জানাজায় অংশগ্রহণের জন্য পরিবারের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।
আশরাফ উদ্দিন খান ইমু ছিলেন সাভারের কৃতি সন্তান ও মুক্তিযুদ্ধের সময়কার একজন সাহসী কমান্ডার। মুক্তিযুদ্ধে তাঁর ভূমিকা ছিল অনন্য। স্বাধীনতার পর তিনি জনসেবায় নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত করেন। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান থেকে শুরু করে উপজেলা ও পৌরসভার চেয়ারম্যান এবং পরবর্তীতে জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
আরও পড়ুন: কুলাউড়ায় গ্রাম পুলিশদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করলেন জেলা প্রশাসক
দীর্ঘ বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি ছিলেন নির্ভীক সংগ্রামী, সৎ ও নিষ্ঠাবান নেতা, সাধারণ মানুষের আস্থার প্রতীক। সাভারের উন্নয়ন ও জনকল্যাণে তাঁর অবদান সর্বদা স্মরণীয় হয়ে থাকবে।