শ্যামলী নূর জামে মসজিদ উচ্ছেদের বিরুদ্ধে প্রতিবাদ ও গণমিছিল

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:০১ অপরাহ্ন, ০৩ অক্টোবর ২০২৫ | আপডেট: ৩:৪২ অপরাহ্ন, ১৩ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শ্যামলী নূর জামে মসজিদ উচ্ছেদের প্রতিবাদে শুক্রবার (০৩ অক্টোবর ২০২৫) অত্র এলাকায় গণ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিরা একত্রিত হয়ে মসজিদ উচ্ছেদের বিরোধিতা করেন।

প্রতিবাদ সভা ও মিছিলের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মসজিদের কমিটির সভাপতি এ.বি.এম মোজহারুল করিম, শের-ই-বাংলা নগর থানার প্রধান সমন্বয়কারী মোঃ হামিদুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামের ২৮নং ওয়ার্ড সভাপতি জনাব ছগীর সাহেব, বিএনপির ২৮নং ওয়ার্ড সভাপতি মিজানুর রহমান স্বপন এবং ঢাকা মহানগর উত্তরের সাবেক নেতা এডভোকেট আফতাব উদ্দিন জসীম। এছাড়া এলাকার বিভিন্ন রাজনৈতিক নেতা-কর্মীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় মদপানে ৬ জনের মৃত্যু, হাসপাতালে আরও ১

উপস্থিত বক্তারা বলেন, শ্যামলী এলাকার মুসল্লিদের দীর্ঘ ২২ বছর ধরে পাঁচ ওয়াক্ত নামাজ ও দুই ঈদের নামাজ আদায় করার জন্য মসজিদ প্রয়োজন। মসজিদের জায়গা অন্য সংস্থাকে বরাদ্দ দেওয়ায় তারা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। বক্তারা আরও জানান, বিভিন্ন সময়ে সরকারী নিয়ম মেনে মসজিদের জন্য আবেদন করা হলেও স্থানীয় মুসল্লিদের জায়গা বরাদ্দ না দিয়ে অন্য সংস্থাকে প্রদান করা হয়েছে।

প্রতিবাদে মুসল্লিরা দৃঢ়ভাবে জানান, তাদের রক্তের বিন্দু দিয়েও মসজিদের জায়গা ছাড়বেন না এবং মসজিদের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

আরও পড়ুন: বাংলাদেশকে সত্যিকার অর্থে উৎপাদনশীল করতে হলে দুর্নীতি বন্ধ করতে হবে: ড. মঈন খান