ফেনীর সোনাগাজীতে জোরপূর্বক মৎস্য প্রকল্প দখলের বিরুদ্ধে ডিসি-এসপিকে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন

Sanchoy Biswas
ইলিয়াছ সুমন, ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ন, ০৫ অক্টোবর ২০২৫ | আপডেট: ৯:৫৭ অপরাহ্ন, ১৩ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ফেনীর সোনাগাজীতে জোরপূর্বক মৎস্য প্রকল্প দখলের বিরুদ্ধে এবার ডিসি-এসপিকে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সোনাগাজীর মৎস্য প্রকল্প মালিক সমিতি। ৫ অক্টোবর রোববার দুপুরে চরখোন্দকার ও দক্ষিণ চরখোন্দকার মৎস্য প্রকল্প মালিক সমিতির সদস্যরা জেলা প্রশাসক সাইফুল ইসলাম ও পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের হাতে স্মারকলিপি তুলে দেন।

এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তারা মানববন্ধন কর্মসূচি পালন করেন। মৎস্য প্রকল্প জবর দখল, অব্যাহত লুটপাট, চাঁদাবাজি, প্রকল্পের পাড় কেটে মাছ লুট, সোনাগাজী সার্কেল অফিসে সালিস বাণিজ্য ও মাছ চুরির প্রতিবাদে তারা এসব কর্মসূচি পালন করেন। তারা বলেন, গত ৩০ অক্টোবর গভীর রাতে চরখোন্দকার এলাকায় এক্সকাভেটর দিয়ে ছয়টি মৎস্য প্রকল্পের পাড় কেটে প্রায় পাঁচ কোটি টাকার মাছ লুট করে নিয়েছে দুর্বৃত্তরা।

আরও পড়ুন: রায়পুরায় কাউকেই গ্রীন সিগন্যাল দেওয়া হয়নি বলে দাবি মনোনয়ন প্রত্যাশীদের

অপু ও হাসান নামে দুইজন এক্সকাভেটর চালককে মারধর করে স্থানীয় জনতা পুলিশে সোপর্দ করেছেন। কিন্তু তারা পুলিশের কাছে জানিয়েছেন অজ্ঞাত দুর্বৃত্তরা তাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে মৎস্য খামারগুলোর পাড় কেটে দিয়েছে। মৎস্য প্রকল্প মালিক সমিতির দাবি, তারা এ ঘটনায় থানায় ছয়টি পৃথক অভিযোগ দায়ের করেছেন। চরখোন্দকার মৎস্য খামার মালিক সমিতির সভাপতি শেখ রাসেলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মৎস্য খামার মালিক সাইফুল ইসলাম, করিমুল হক, ইনামুল হক, মোমিন হোসেন, ইসমাইল হোসেন, আবু ইউসুফ, রহমত উল্লাহ, সালাহ উদ্দিন প্রমুখ।

এর আগে গত ২ অক্টোবর একই দাবিতে তারা সোনাগাজী পৌর শহরের জিরোপয়েন্টে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

আরও পড়ুন: কুলাউড়ায় গ্রাম পুলিশদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করলেন জেলা প্রশাসক