৩৫ বছর পর আজ রাকসু নির্বাচন

দীর্ঘ ৩৫ বছর পর আজ বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ১৭টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ চলবে।
ভোট শেষে ফলাফল ঘোষণা করা হবে কাজী নজরুল ইসলাম মিলনায়তন থেকে।
আরও পড়ুন: ত্রিপুরায় তিন বাংলাদেশি নাগরিককে কুপিয়ে হত্যা
এবারের নির্বাচনে, রাকসুর ২৩টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৪৭ জন প্রার্থী (১১টি প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীসহ), সিনেটে ছাত্র প্রতিনিধি ৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫৮ জন, হল সংসদে ১৭টি হলে ৫৯৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন
রাকসু নির্বাচনে ভিপি পদে ১৮ জন, জিএস পদে ১৩ জন, এজিএস পদে ১৬ জন এবং বাকি ২০টি পদে ২০০ জন প্রার্থী লড়ছেন। মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০১ জন—এর মধ্যে ছাত্রী ১১ হাজার ৩০৫ জন, ছাত্র ১৭ হাজার ৫৯৫ জন।
আরও পড়ুন: টেকনাফে দুই গ্রুপের বন্দুকযুদ্ধ, রাতভর আতঙ্কে গ্রামবাসী
রাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা কামাল আকন্দ জানিয়েছেন, টারদের রাখা হবে ‘থ্রি ডাইমেনশনাল সিকিউরিটিতে’।
১️। ভোটারের আইডি কার্ডের সত্যতা যাচাই,
২। ছবিযুক্ত ভোটার তালিকার সঙ্গে মিল,
৩️। সন্দেহ হলে কিউআর কোড স্ক্যান করে যাচাই করা হবে।
তিনি আরও জানান, ভোটার সংখ্যার অতিরিক্ত একটি ব্যালটও ছাপা হয়নি।
ফলাফল ঘোষণার জন্য পর্যাপ্ত ওয়েমার্ক রিডার মেশিন প্রস্তুত রাখা হয়েছে, যা ব্যবহার করে ১৫ থেকে ১৭ ঘণ্টার মধ্যে ফলাফল প্রকাশ করা সম্ভব হবে।
ভোটগ্রহণ হচ্ছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবনে—
মমতাজউদ্দিন কলাভবন, ড. মুহাম্মদ শহীদুল্লাহ ভবন, সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী ভবন, রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবন, জামাল নজরুল ইসলাম ভবন, সত্যেন্দ্রনাথ বসু ভবন, জগদীশচন্দ্র ভবন ও জুবেরী আন্তর্জাতিক অতিথি ভবনসহ ১৭টি কেন্দ্রে ৯৯০টি বুথে ভোটগ্রহণ করা হবে।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম জানান, ভোটগ্রহণে দায়িত্ব পালন করবেন ২১২ জন শিক্ষক—এর মধ্যে ১৭ জন প্রিসাইডিং অফিসার, বাকিরা সহকারী প্রিসাইডিং ও পোলিং অফিসার।
প্রতিটি ভোটারকে ৪৩টি ভোট দিতে হবে, যার জন্য গড়ে সময় লাগবে ১০ মিনিট।
ক্যাম্পাসের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে, ৬ প্লাটুন বিজিবি, ১২ প্লাটুন র্যাব, ২,০০০-এর বেশি পুলিশ সদস্য
প্রতিটি কেন্দ্রে গোপন বুথ ছাড়া সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এছাড়া ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানে আরও ১০০টি সিসি ক্যামেরা বসানো হয়েছে।
সাইবার স্পেসে গুজব রোধে আরএমপির সাইবার ক্রাইম ইউনিট ও রাবির বিশেষ টিম যৌথভাবে সামাজিক যোগাযোগমাধ্যম মনিটর করছে।
বুধবার ক্যাম্পাসে শিক্ষার্থীর উপস্থিতি কম থাকলেও নির্বাচনী উত্তাপ ছড়িয়ে ছিল আড্ডা, হল ও বিভাগজুড়ে। ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষার্থী তাইফুজ্জুমান তপু বলেন, নির্বাচনের অনিশ্চয়তা কেটে গেছে, এখন সবাই সুষ্ঠু নির্বাচনে যোগ্য নেতৃত্ব প্রত্যাশা করছে।
অন্যদিকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাবি ছাত্রদলের ক্রীড়া সম্পাদক মেহেদী হাসানকে আজীবনের জন্য বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল।
সর্বশেষ রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৯০ সালের ২৯ জুলাই, অর্থাৎ ৩৫ বছর আগে। এবারকার নির্বাচনকে তাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেখছেন গণতান্ত্রিক চর্চা পুনরুদ্ধারের নতুন সূচনা হিসেবে।