সেন্টমার্টিনে জাহাজে আগুন
কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাট সংলগ্ন বাঁকখালী নদীতে সেন্ট মার্টিনগামী একটি জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জাহাজটির নাম দ্যা আটলান্টিক ক্রুজ।
শনিবার (২৭ ডিসেম্বর) সকাল আনুমানিক ৭টার দিকে জাহাজটিতে আগুনের সূত্রপাত হয়। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন: শিবপুর প্রেসক্লাবের আসাদ সভাপতি, মাহবুব খান সাধারণ সম্পাদক নির্বাচিত
বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম বলেন, “আগুন নির্বাপণের কাজ চলছে। আগুনে জাহাজটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সৌভাগ্যক্রমে জাহাজে কোনো পর্যটক উপস্থিত ছিলেন না।”
ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন লাগার সময় জাহাজটি ঘাটে নোঙর করা অবস্থায় ছিল বলে জানা গেছে।
আরও পড়ুন: ঘন কুয়াশায় দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটি অথবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুনের সঠিক কারণ জানতে তদন্ত শুরু করা হবে বলে জানিয়েছে প্রশাসন।
এ ঘটনায় নদীপথে নৌযান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত চলাচল স্বাভাবিক করা হবে বলে জানানো হয়েছে।





