পায়ুপথে ইয়াবা বহন, ফিলিং স্টেশন থেকে আটক ৩

Sanchoy Biswas
জাহাঙ্গীর লিটন, লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০:১১ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৫ | আপডেট: ১১:৪৫ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

লক্ষ্মীপুরে পায়ুপথে ইয়াবা পাচারকালে তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোরে শহরের উত্তর তেমুহনী এলাকার মোজাম্মেল ফিলিং স্টেশন থেকে তাদের আটক করা হয়। পরে এক্স-রে পরীক্ষায় ধরা পড়ে, পায়ুপথে বহন করা হচ্ছিল বিপুল পরিমাণ ইয়াবা। উদ্ধার করা হয় মোট সাড়ে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট।

আটককৃতরা হলেন, কক্সবাজার জেলার টেকনাফের বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়া গ্রামের সৈয়দ আহম্মদের ছেলে মোঃ নুরুল আফছার (২২), একই গ্রামের শাহ আলমের ছেলে মোঃ আব্দুল্লাহ (২৬) ও মৃত সৈয়দ আহম্মদের ছেলে আব্দুস শুকুর (৪০)।

আরও পড়ুন: দেখামাত্র গুলির নির্দেশ : বার্তা ফাঁসকারী পুলিশ সদস্য গ্রেপ্তার

লক্ষ্মীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ শরীফ বিষয়টি নিশ্চিত করে জানান, টেকনাফ থেকে ইয়াবা পাচারের গোপন তথ্য ও মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে অভিযান চালানো হয়। শাহী পরিবহনের একটি বাস থেকে আটক করা হয় মোঃ নুরুল আফছার, আব্দুল্লাহ ও আব্দুস শুকুরকে। এদের মধ্যে নুরুল আফছার ও আব্দুল্লাহ পায়ুপথে ইয়াবা বহন করছিল, আর শুকুর ছিল তাদের সহযোগী।

আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই কর্মকর্তা।

আরও পড়ুন: কেরাণীগঞ্জের চুনকুটিয়া হতে র‌্যাব-১০ কর্তৃক ডাকাতি মামলার আসামি গ্রেফতার