টিকটকে আসক্ত স্ত্রীর সহযোগিতায় স্বামী হত্যার অভিযোগ একমাত্র ছেলের পিতামাতার

গাজীপুর সিটি কর্পোরেশনের গাছা মেট্রো থানায় যুবক গাজী মাহদী হাসানকে (২৮) গলায় রশি পেঁচিয়ে হত্যা করে ফ্যানের হুকের সাথে ঝুলিয়ে রাখার অভিযোগ করেছেন নিহতের বাবা-মা।
ঘটনায় নিহতের বাবা মো. আরব আলী গত ৮ অক্টোবর ২০২৫ তারিখে থানায় একটি এজাহার দায়ের করেছেন। এজাহারে নিহতের স্ত্রী নূর নাহার আক্তার নাদিয়া এবং শ্বাশুড়ি মো. পারভীন আক্তারসহ মোট আটজনকে আসামি করা হয়েছে। এছাড়াও অজ্ঞাত ৬-৭ জনকে আসামি করা হয়েছে।
আরও পড়ুন: সাগর তীরে মিলল হাত-পায়ের রগ কাটা চবি শিক্ষার্থীর মরদেহ
নিহতের বাবা-মার দাবি, ঘটনার এক মাসেরও বেশি সময় পার হলেও মূল আসামিরা এখনো ধরা পড়েনি। তারা উল্লেখ করেন, ২০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে পূর্বপরিকল্পিতভাবে তাদের একমাত্র সন্তানকে হত্যা করা হয়েছে।
নিহতের বাবা মো. আরব আলী জানান, “১ নং আসামি আমার ছেলের স্ত্রী এবং ২ নং আসামি শ্বাশুড়ি, তারা প্রধান সন্দেহভাজন। এক মাস পরও খুনিরা প্রকাশ্যে ঘুরছে। আমরা ন্যায়বিচার পাওয়ার বিষয়ে উদ্বিগ্ন।”
আরও পড়ুন: ঢাকার আশুলিয়ায় দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ২ সদস্য গ্রেপ্তার
তিনি আরও বলেন, আসামিরা প্রভাবশালী হওয়ায় তদন্তে গতি কমে গেছে বলে মনে হচ্ছে। গ্রেপ্তার না হলে আমাদের পরিবারের উপর আরও হামলার আশঙ্কা রয়েছে। আমরা প্রশাসনের প্রতি জোর দাবি জানাই, দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক।
গাছা মেট্রো থানার দায়িত্বপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা মেহেদী হাসান জানান, মামলাটি ধারা ৩০২/৩৪ পেনাল কোড অনুযায়ী দায়ের করা হয়েছে। ফৌজদারি বিধান কোষের ১৫৪ নং ধারায় প্রাথমিক তদন্ত চলছে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, সব ধরনের তদন্ত কার্যক্রম চলছে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। আশা করি খুব দ্রুত আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হব।
এদিকে নিহতের পরিবার এবং স্থানীয়রা দ্রুত হত্যার রহস্য উদঘাটন এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।