ইসরায়েলের হামলায় গত ২৪ ঘণ্টায় ১০৫ ফিলিস্তিনি নিহত

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৯:৩৪ পূর্বাহ্ন, ০৮ জুলাই ২০২৫ | আপডেট: ৫:০৩ পূর্বাহ্ন, ১৫ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের দীর্ঘমেয়াদি ও নৃশংস সামরিক হামলা অব্যাহত রয়েছে। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় এই হামলায় আরও ১০৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৩৫৬ জন। এর ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই আগ্রাসনে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৫৭ হাজার ৫২৩ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন ১ লাখ ৩৬ হাজার ৬১৭ জনেরও বেশি মানুষ। সোমবার (৭ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

সোমবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলের অবরোধকবলিত গাজায় লাগাতার হামলায় নিহতের সংখ্যা ক্রমেই বাড়ছে। বিবৃতিতে বলা হয়, গত একদিনে গাজার বিভিন্ন হাসপাতাল থেকে নতুন করে আরও ১০৫টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গাজা সিটি, খান ইউনুস, দেইর আল বালাহসহ বিভিন্ন এলাকায় এই মৃত্যু ও ধ্বংসযজ্ঞ ঘটেছে। আহতদের মধ্যে অনেকেই আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

আরও পড়ুন: ড. ইউনূসের সাক্ষাৎকারে অবাধ নির্বাচনের প্রতিশ্রুতি, প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্কের বার্তা

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, এখনো বহু মৃতদেহ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছে এবং নিরাপত্তার অভাবে উদ্ধারকারীরা সেখানে পৌঁছাতে পারছেন না। ফলে বাস্তবে নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একাধিক গণকবরে মাটিচাপা পড়া ও সড়কে পড়ে থাকা মরদেহ গাজার ভয়াবহ মানবিক বিপর্যয়ের চিত্র তুলে ধরেছে।

এছাড়াও জানানো হয়, চলতি বছরের জানুয়ারিতে স্বল্প সময়ের জন্য যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি কার্যকর হয়েছিল। কিন্তু সেই চুক্তি ভেঙে দিয়ে ১৮ মার্চ থেকে আবারও ব্যাপকহারে বোমাবর্ষণ ও স্থল অভিযান শুরু করে ইসরায়েল। এই নতুন ধাপে এখন পর্যন্ত ৬ হাজার ৯৬৪ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ২৪ হাজার ৫৭৬ জন।

আরও পড়ুন: ভারতে মানবাধিকার লঙ্ঘন অব্যাহত, পদক্ষেপ সীমিত: যুক্তরাষ্ট্রের প্রতিবেদন

গাজায় ইসরায়েলের চলমান যুদ্ধ এবং বেসামরিক জনগণের ওপর সরাসরি হামলা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ইতোমধ্যেই আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গত বছরের নভেম্বরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

এছাড়াও, আন্তর্জাতিক বিচার আদালতেও (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা চালানোর অভিযোগে মামলা চলমান রয়েছে। বিশ্বব্যাপী মানবাধিকার সংস্থাগুলো গাজায় ইসরায়েলি আগ্রাসনকে ‘নির্বিচারে হত্যা’ ও ‘জাতিগত নিধন’ বলে বর্ণনা করছে।

এই নৃশংসতার মাঝে গাজার স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়েছে, খাদ্য, পানি ও ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় বারবার যুদ্ধবিরতির আহ্বান জানালেও এখন পর্যন্ত স্থায়ী শান্তি প্রতিষ্ঠার কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি।