বসনিয়ার নার্সিং হোমে ভয়াবহ আগুনে ১১ জনের মৃত্যু

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৮:২৩ পূর্বাহ্ন, ০৬ নভেম্বর ২০২৫ | আপডেট: ১১:৪১ পূর্বাহ্ন, ০৬ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বসনিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় শহর তুজলাতে একটি নার্সিং হোমে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন অন্তত ৩০ জন। স্থানীয় পুলিশ বুধবার (৪ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছে।

মঙ্গলবার রাত ৮টা ৪৫ মিনিটে নার্সিং হোমটির সপ্তম তলায় আগুনের সূত্রপাত হয় এবং আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের প্রায় এক ঘণ্টা সময় লাগে। আহতদের মধ্যে ৫ জন দমকল সদস্য এবং ৩ জন পুলিশ কর্মকর্তাও রয়েছেন।

আরও পড়ুন: নিউইয়র্কে মামদানির জয়ে সার্বভৌমত্ব হারিয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

স্থানীয় গণমাধ্যমগুলোর তথ্যে জানা যায়, নিহত ও আহতদের অনেকেই বিছানাযুক্ত ও হাঁটাচলায় অক্ষম রোগী ছিলেন, যা উদ্ধার কার্যক্রমকে কঠিন করে তোলে।

আগুন লাগার সময় ভবনের তৃতীয় তলায় থাকা এক বৃদ্ধা রুজা কাজিক বলেন, “আমি ঘুমাতে যাচ্ছিলাম, তখন ভাঙা কাঁচের মতো শব্দ শুনি। জানালার বাইরে তাকিয়ে দেখি ওপরতলা থেকে আগুন ও জ্বলন্ত বস্তু পড়ে আসছে। ওপরের তলায় অনেক অসহায় মানুষ ছিল।

আরও পড়ুন: শহরের স্বার্থ রক্ষায় প্রয়োজনে ট্রাম্পের বিরুদ্ধেও পদক্ষেপ: জোহরান মামদানি

নার্সিং হোমের পরিচালক মিরসাদ বাকালোভিচ গভীর শোক প্রকাশ করে বলেন, এটি শুধু তুজলা নয়, পুরো বসনিয়ার জন্য একটি বড় ট্র্যাজেডি। আমি আমার পদত্যাগপত্র জমা দিয়েছি। এটি আমার মানবিক দায়িত্ব।

কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনের উৎস ও কারণ এখনো নিশ্চিত নয়। দেহগুলো শনাক্তের কাজ চলছে, জানিয়েছে প্রসিকিউটর অফিস।

বসনিয়া ও হার্জেগোভিনার প্রধানমন্ত্রী নরমিন নিকশিচ ঘটনাটিকে বিরাট মানবিক বিপর্যয় বলে বর্ণনা করেছেন এবং নিহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

 সূত্র: এএফপি