অবসরে যাচ্ছেন সুয়ারেজ!

উরুগুয়ের ফুটবলার লুইস সুয়ারেজ হাঁটুর সংযোগের ব্যথায় অনেক দিন ধরেই আক্রান্ত। পেশাদার ফুটবল থেকে অবসর নিতে চলেছেন, ব্রাজিলিয়ান গণমাধ্যম ‘জিজেডএইচ এস্পোর্তেস’ এর বরাত দিয়ে স্পোর্ত জানিয়েছে। উরুগুইয়ান তারকা নিজের বর্তমান ক্লাব গ্রেমিওকে অবসরের সিদ্ধান্তের কথা জানিয়েও দিয়েছেন। স্পোর্তের প্রতিবেদনে বলা হয়, দীর্ঘদিন ধরে আর্থ্রোসিসে ভুগছেন লুইস সুয়ারেজ। হাঁটুর সংযোগের এই ব্যথা এতটাই অসহনীয় হয়ে উঠেছে যে, স্বাভাবিক জীবন যাপনের জন্য অবসরের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন সাবেক বার্সেলোনা তারকা। তাছাড়া এখন পরিবারকে আরো বেশি সময় দিতে চান সুয়ারেজ।
লিওনেল মেসি এমএলএস ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দেয়ার পর লুইস সুয়ারেজের যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর গুঞ্জন ওঠে। তবে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিওর সঙ্গে চুক্তিবদ্ধ উরুগুইয়ান ফরোয়ার্ড বলেছিলেন, ‘এই খবরের পুরোটাই মিথ্যা... এখন এটা অসম্ভব। গ্রেমিওতে আমি, খুবই খুশি আছি এবং ২০২৪ সাল পর্যন্ত আমার চুক্তি রয়েছে।’ চুক্তিবদ্ধ অবস্থায় সুয়ারেজের যুক্তরাষ্ট্র গমনের সম্ভাবনা কিছুটাও যদি থেকে থাকে সুয়ারেজের অবসরের খবরে সব মিইয়ে গেছে।
আরও পড়ুন: স্বপ্ন পূরণের পথে দাবাড়ু মুনতাহা, পাশে দাঁড়ালেন সাবেক ফুটবলার আমিনুল হক
বার্সেলোনায় ছয় বছর কাটিয়ে ২০২০ সালে অ্যাটলেটিকো মাদ্রিদে নাম লেখান লুইস সুয়ারেজ। সেখান থেকে ২০২২ সালে ফেরেন তার প্রথম ক্লাব নিজ দেশের নাসিওনালে। পরে ওই বছরই যোগ দেন গ্রেমিওতে।
গ্রেমিওর হয়ে ব্রাজিলিয়ান লীগে এখন পর্যন্ত ২০ ম্যাচে ৯ গোল করেছেন সুয়ারেজ। ২০০৭ সালে আন্তর্জাতিক অভিষেক হওয়া এই ফরোয়ার্ড উরুগুয়ের হয়ে এখন পর্যন্ত ১৩৭ ম্যাচে ৬৮ গোল করেছেন।