৪ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

বাংলাবাজার পত্রিকা রিপোর্ট
প্রকাশিত: ১১:০৬ পূর্বাহ্ন, ০৬ ডিসেম্বর ২০২৩ | আপডেট: ৬:২৪ পূর্বাহ্ন, ০৬ ডিসেম্বর ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন।

দিনের শুরুতেই একাধিকবার লেগ বিফোর ও রানআউট থেকে কখনো ভাগ্য কখনো আম্পায়ারের সিদ্ধান্তে বেঁচে যায় বাংলাদেশ দল। অবশ্য এমন সুযোগ কাজে লাগাতে ব্যর্থই হয়েছেন দুই ওপেনার। ১১তম ওভারে  অকারণে উড়িয়ে মারতে গিয়ে কেইন উইলিয়ামসনের হাতে ক্যাচ তুলে দেন দেন জাকির। আর ঠিক তার পরের ওভারেই এজাজ প্যাটেলের বল ডিফেন্স করতে গিয়ে শর্ট লেগে ক্যাচ দেন আগের ম্যাচে দারুণ ব্যাটিং করা মাহমুদুল হাসান জয়। 

আরও পড়ুন: বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে সাকিব আল হাসানের শ্রদ্ধা

জাকির খেলেছেন ২৪ বলে ৮ রানের ছোট ইনিংস। জয় কিছুটা ধীরস্থির ব্যাটিং উপহার দিয়ে করেছিলেন ৪০ বলে ১৪। তবে দুজনের একত্রে বিদায় কিছুটা হলেও চাপে ফেলেছে টাইগারদের। 

সেই চাপ আরও বাড়িয়েছেন টেস্ট দলের সাবেক অধিনায়ক মুমিনুল হক। এজাজ প্যাটেলের দিনের দ্বিতীয় শিকার তিনি। সুইং হয়ে ভেতরের দিকে আসা বলটা ডিফেন্স করতে চেয়েছিলেন তিনি। তবে ইনসাইড এজ হয়ে বল চলে যায় উইকেটরক্ষক ব্লান্ডেলের হাতে। চতুর্থ উইকেটে শান্ত  আউট হলে ৫৫ রানেই ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। 

আরও পড়ুন: স্বপ্ন পূরণের পথে দাবাড়ু মুনতাহা, পাশে দাঁড়ালেন সাবেক ফুটবলার আমিনুল হক