হাত দিয়ে বল ধরে আউট হলেন মুশফিক
ঢাকা টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে হাত দিয়ে বল ফিরিয়ে আউট হলেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম।
ইনিংসের ৪১তম ওভারে কাইল জেমিসনের বল সলিড ডিফেন্স করেছিলেন মুশফিক। এরপরই হঠাৎ বলটি ডান হাত দিয়ে ধরে ফেলেন অভিজ্ঞ এই ব্যাটার। এতে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউটের আবেদন করেন কিউইরা। ভিডিও রিপ্লে দেখে মুশফিককে আউট ঘোষণা করেন থার্ড আম্পায়ার। বাংলাদেশের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউট হলেন মুশি।
আরও পড়ুন: আজ সন্ধ্যা ৬টায় বাংলাদেশ-আয়ারল্যান্ড প্রথম টি-টোয়েন্টি
সবমিলিয়ে বিশ্বের ১১তম এবং টেস্ট ইতিহাসে অষ্টম ক্রিকেটার হিসেবে এই আউট হলেন মুশফিক। সবশেষ ২০০১ সালে ভারতের বিপক্ষে ব্যাঙ্গালোর টেস্টে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউট হন মাইকেল ভন। এ ছাড়া ২০১৫ সালে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডেতে এই আউট হন জিম্বাবুয়ের চামু চিবাবা।
আইসিসির নিয়ম অনুযায়ী, বোলার বল করার পর ব্যাটের স্পর্শ এবং প্রতিপক্ষ দলের ফিল্ডিংয়ের সম্মতি ছাড়া ব্যাটসম্যান যদি সেই বল ব্যাটের বদলে হাত দিয়ে ধরে তবে সেটি হবে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউট।
আরও পড়ুন: বিয়ের তারিখ ঘোষণা করলেন রোনালদো-জর্জিনা
বাংলাদেশের একাদশ: মাহমুদুল হাসান, জাকির হাসান, নাজমুল হোসেন (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন, নুরুল হাসান (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম ও শরীফুল ইসলাম।
নিউজিল্যান্ডের একাদশ: টিম সাউদি (অধিনায়ক), ডেভন কনওয়ে, টম লাথাম, কেন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, হেনরি নিকোলস, মিচেল স্যান্টনার, কাইল জেমিসন, এজাজ প্যাটেল।





