বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে জয় তুলে নিল নিউজিল্যান্ড

৭ম উইকেট জুটিতে গ্লেন ফিলিপস আর মিচেল স্যান্টনারের ৭০ রানের জুটিতে বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে ৪ উইকেটের জয় তুলে নিল নিউজিল্যান্ড।
৬৯ রানেই ৬ষ্ঠ উইকেটের পতন। মিরপুরের গ্যালারিতে হাজারখানেক দর্শকও তখন রীতিমত গর্জন-হুঙ্কারে ব্যস্ত। তবে সেখান থেকেই যেন নিউজিল্যান্ডকে পথ দেখালেন গ্লেন ফিলিপস আর মিচেল স্যান্টনার। প্রথম ইনিংসে এই ফিলিপসে ভর করেই লিড পেয়েছিল কিউইরা। ঢাকা টেস্টের শেষবেলাতেও ফিলিপসই হতাশ করলেন বাংলাদেশ। টাইগার ক্রিকেটভক্তরা আরও একবার দেখলেন তীরে এসে তরি ডোবানোর মত ম্যাচ।
আরও পড়ুন: বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে সাকিব আল হাসানের শ্রদ্ধা
শনিবার (৯ ডিসেম্বর) মিরপুর টেস্টের চতুর্থ দিনে রান তাড়ায় নেমে বাংলাদেশি বোলারদের তোপে ডেভন কনওয়ের পর দলীয় ২৪ রানে কেন উইলিয়ামসনের উইকেটও হারিয়ে ফেলে নিউজিল্যান্ড। দ্বিতীয় উইকেটে টম ল্যাথামের সঙ্গে ১৯ রানের জুটি গড়ে তাইজুল ইসলামের শিকার হন উইলিয়ামসন। চলতি সিরিজে চার ইনিংসে তৃতীয়বার কেন উইলিয়ামসনকে আউট করলেন তাইজুল। তার টার্ন ও বাউন্সে পরাস্ত হয়ে স্টাম্পড হয়ে ফেরেন কিউইদের সেরা ব্যাটার। ২৪ বলে ১১ রান আসে তার ব্যাট থেকে।
১৩৭ রানের জয়টাকেও একসময় নিউজিল্যান্ডের জন্য কঠিন করে ফেলেছিলেন বাংলাদেশের স্পিনাররা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছিল কিউই ব্যাটাররা। তবে গ্লেন ফিলিপস আর মিচেল স্যান্টনারের ৭০ রানের জুটিতে ৪ উইকেটের জয় তুলে নিল নিউজিল্যান্ড।
আরও পড়ুন: স্বপ্ন পূরণের পথে দাবাড়ু মুনতাহা, পাশে দাঁড়ালেন সাবেক ফুটবলার আমিনুল হক