দামুড়হুদায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আপন দুই ভাইয়ের মৃত্যু

Sadek Ali
সালাউদ্দীন কাজল, জীবননগর প্রতিনিধি
প্রকাশিত: ৭:২৬ অপরাহ্ন, ০৩ জুলাই ২০২৫ | আপডেট: ৯:০৫ পূর্বাহ্ন, ১৩ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে দামুড়হুদা উপজেলার পুরাতন বাস্তপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: ক্ষমতা বদলালেও বদলায়নি সিটিজেন চার্টার: নেই কার্যকর মোবাইল-ইমেইল

নিহতরা হলেন- দামুড়হুদা উপজেলার পুরাতন বাস্তপুর গ্রামের মৃত ইছাহক আলীর ছেলে আক্তারুজ্জামান (৫০) ও আলম হোসেন (৪০)। 

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে গবাদি পশুর জন্য বিদ্যুতিক মেশিনে বিচুলি কাটছিলেন আক্তারুজ্জামান। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারাত্মক আহত হন তিনি। তার ভাই আলম হোসেন তাকে বাঁচতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। পরিবারের লোকজন দ্রুত উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: আশুলিয়া এসিল্যান্ড অফিসে নিরাপত্তা প্রহরীর নিয়ন্ত্রণে দাপ্তরিক কাজ

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ওই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।