এক ছাদের নিচে গ্রোসারি ও ফার্মেসি পণ্য, রয়েছে ফ্রী হোম ডেলিভারি

সিলেটে মধ্যবিত্তের বাজার ‘ডি মার্ট’ সুপার শপের উদ্বোধন

Sanchoy Biswas
সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫৪ অপরাহ্ন, ১৮ জুলাই ২০২৫ | আপডেট: ৪:২৭ অপরাহ্ন, ২৮ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মধ্যবিত্ত পরিবারের ক্রয়ক্ষমতা মাথায় রেখে সিলেটের কয়েকজন উদ্যমী তরুণের উদ্যোগে যাত্রা শুরু করল মধ্যবিত্তের বাজার স্লোগানে ‘ডি মার্ট’ নামের সুপার চেইন শপ প্রতিষ্ঠান।

বুধবার (১৬ জুলাই) বিকেলে নগরীর আম্বরখানায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো ‘ডি মার্ট’ নামের এই প্রতিষ্ঠান। যেখানে এক ছাদের নিচে মিলবে গ্রোসারি ও ফার্মেসির প্রয়োজনীয় সকল পণ্য। 

আরও পড়ুন: কৃষক দল নেতা খন্দকার নাসিরের অপকর্মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তারেক রহমানের কাছে মহিলা দলনেত্রীর আবেদন

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (এসএমসিসিআই) সিনিয়র সহ-সভাপতি মো. ফেরদৌস আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীম ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর চেয়ারম্যান আলীমুছ ছাদাত চৌধুরী, বৃহত্তর আম্বরখানা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কুতুবুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক গুলজার আহমদ এবং গোল্ডেন টাওয়ার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. ইসমাইল হোসেন কয়েস ও আলী আকবর সহ-সভাপতি আম্বরখানা বাজার ব্যবসায়ী সমিতি। 

তরুণ উদ্যোক্তা বিশিষ্ট ব্যবসায়ী  ‘ডি মার্ট’ এর ডিরেক্টর পলাশ চক্রবর্তী জানান, উদ্বোধনী উপলক্ষে দুই হাজারেরও বেশি পণ্যে থাকছে বিশেষ ছাড়। পাশাপাশি সিলেট নগরীর যে কোনো প্রান্ত থেকে অনলাইনের মাধ্যমে অর্ডার করলেই গ্রাহকের ঠিকানায় পণ্য পৌঁছে যাবে সম্পূর্ণ বিনামূল্যে।

আরও পড়ুন: ধামরাইয়ে পার্কিং করা যাত্রীবাহী বাসে রহস্যজনক আগুন

তরুণ উদ্যোক্তাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে অতিথিবৃন্দ বলেন, ‘ডি মার্ট’ শুধু একটি বিপণিবিতান নয়, এটি একটি প্রয়োজনীয় প্ল্যাটফর্ম যেখানে সাশ্রয়ী দামে নির্ভরযোগ্য পণ্য মিলবে এক জায়গায়। অনলাইন ডেলিভারির সুবিধা নগরবাসীর সময় ও শ্রম দুটোই বাঁচাবে।

সিলেটের বাজার ব্যবস্থায় নতুনমাত্রা যোগ করবে এমন প্রত্যাশায় ‘ডি মার্ট’-এর উদ্যোক্তাদের জন্য শুভকামনা জানিয়েছেন সংশ্লিষ্টরা।

উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন আম্বরখানা জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা সালেহ আহমদ।