গাজীপুরের কেমিক্যাল গুদামের আগুনে দগ্ধ ফায়ার সার্ভিস কর্মকর্তার মৃত্যু

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৩৯ অপরাহ্ন, ২৭ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ২:০২ অপরাহ্ন, ০৩ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল নাঈম (৩৭)।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।তিনি জানান, নাঈমের শরীরের ৪২ শতাংশ দগ্ধ হয়েছিল।

আরও পড়ুন: কৃষক দল নেতা খন্দকার নাসিরের অপকর্মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তারেক রহমানের কাছে মহিলা দলনেত্রীর আবেদন

গত ২২ সেপ্টেম্বর, টঙ্গীর সাহারা মার্কেটের পাশের একটি কেমিক্যাল গোডাউনে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে টঙ্গী ফায়ার স্টেশনের ৭টি ইউনিট কাজ শুরু করে। অগ্নিনির্বাপণের সময় হঠাৎ একটি বিকট বিস্ফোরণ ঘটে, যাতে চারজন ফায়ার ফাইটারসহ স্থানীয় দোকান কর্মচারীরা দগ্ধ হন। তাদের মধ্যে ছিলেন খন্দকার জান্নাতুল নাঈমও।

এই অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত মারা গেছেন ফায়ার ফাইটার শামীম আহমেদ (মঙ্গলবার, শতভাগ দগ্ধ), ফায়ার ফাইটার মোহাম্মদ নুরুল হুদা (বুধবার, শতভাগ দগ্ধ), দোকান কর্মচারী বাবু হাওলাদার (শুক্রবার) এবং সর্বশেষ ওয়্যারহাউজ ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল নাঈম (শনিবার) খন্দকার জান্নাতুল নাঈম ১৯৮৮ সালের ২৪ আগস্ট শেরপুরের নকলা উপজেলার গড়দুয়ারা ইউনিয়নে জন্মগ্রহণ করেন। ২০০৪ সালে মোল্লার টেক উদয়ন বিদ্যালয় থেকে এসএসসি ফুলপুর ডিগ্রি কলেজ থেকে এইচএসসি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন ২০১৬ সালের ২৪ আগস্ট বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে যোগদান

আরও পড়ুন: ধামরাইয়ে পার্কিং করা যাত্রীবাহী বাসে রহস্যজনক আগুন

স্টেশন অফিসার হিসেবে মানিকগঞ্জ ও নারায়ণগঞ্জে দায়িত্ব পালন করেন পদোন্নতি পেয়ে ওয়্যারহাউজ ইন্সপেক্টর হিসেবে চট্টগ্রাম ও সর্বশেষ টঙ্গী ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন তিনি এক সন্তানের জনক, পিতার নাম খন্দকার মোজাম্মেল হক, মাতার নাম দেলোয়ারা বেগম।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, দায়িত্ব পালনের সময় এ পর্যন্ত ৫১ জন ফায়ার সার্ভিস সদস্য প্রাণ উৎসর্গ করেছেন। জান্নাতুল নাঈম এখন সেই গর্বিত ও বেদনাবিধুর তালিকার সর্বশেষ নাম।