ময়মনসিংহে মুরগিকে কেন্দ্র করে নারী খুন, আটক ৩
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক বাড়ির মুরগি প্রতিবেশীর বাড়িতে যাওয়াকে কেন্দ্র করে মোছা. রৌশনারা বেগম (৫০) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত রৌশনারা উপজেলার সদর ইউনিয়নের খৈরাটি গ্রামের মৃত আব্দুল জলিলের স্ত্রী।
শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে। ঘটনার পরপরই পুলিশ তিনজনকে আটক করেছে। তারা হলেন—সাখাওয়াত হোসেন (২১), তার বাবা মোস্তুফা মিয়া (৪৮) ও বড় ভাই সাজ্জাদ হোসেন (২৪)।
আরও পড়ুন: আদালতের এজলাস থেকে নথি চুরি, আটক ১
স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, নিহতের পরিবারের সঙ্গে প্রতিবেশী মোস্তুফা মিয়ার পরিবারের সীমানা নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। শুক্রবার সন্ধ্যায় রৌশনারা বেগমের একটি মুরগি মোস্তুফাদের বাড়িতে গেলে বিষয়টি নিয়ে উভয় পরিবারের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে মোস্তুফার ছেলে সাখাওয়াত হোসেন দা হাতে এসে রৌশনারার ঘাড়ে কোপ দেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: ক্ষমতা বদলালেও বদলায়নি সিটিজেন চার্টার: নেই কার্যকর মোবাইল-ইমেইল
নিহতের পুত্রবধূ হাফসা আক্তার অভিযোগ করেন, আমার শাশুড়ি মুরগি আনতে গেলে প্রতিবেশীরা ঝগড়া শুরু করে। এরপর সাখাওয়াত দা দিয়ে কুপিয়ে হত্যা করে।
ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. ওবায়দুর রহমান বলেন, খবর পেয়ে হারুয়া ও শিমুলতলী এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে রক্তমাখা বটি ও লাঠি উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলছে।





