তারাগঞ্জে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে গলা কেটে হত্যা

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ন, ০৭ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৩:৩৩ অপরাহ্ন, ০৭ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রংপুরের তারাগঞ্জে এক মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে ঘরে ঢুকে হত্যা করা হয়েছে। শুক্রবার গভীর রাত থেকে শনিবার ভোরের কোনো এক সময়ে কুর্শা ইউনিয়নের উত্তর রহিমাপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় (৭৫) ও তার স্ত্রী সুর্বণা রায় (৬০)।

রোববার সকালে প্রতিবেশীরা স্বাভাবিক সময়েও ঘরের কেউ বাইরে না আসায় উদ্বিগ্ন হয়ে ডাকাডাকি করেন। সাড়া না পেয়ে মই বেয়ে বাড়ির ভেতরে প্রবেশ করলে আলাদা কক্ষে দুজনের রক্তাক্ত মরদেহ দেখতে পান। পরে পুলিশে খবর দেওয়া হয়।

আরও পড়ুন: মঙ্গলবার গাজীপুরে আসছেন তারেক রহমান

দীপক চন্দ্র রায় নামের এক প্রত্যক্ষদর্শী জানান, তাঁর পরিবার দীর্ঘদিন ধরে যোগেশ চন্দ্র রায়ের বাড়ির দেখভাল করে আসছে। প্রতিদিনের মতো সকাল ৭টার মধ্যে কেউ বের না হওয়ায় সন্দেহ হয়। ডাকাডাকি করেও কোনো শব্দ না পাওয়ায় স্থানীয়দের সাথে নিয়ে ভেতরে গিয়ে ভয়াবহ দৃশ্য চোখে পড়ে।

স্থানীয়রা জানান, যোগেশ চন্দ্র রায় অবসরপ্রাপ্ত একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। দুই ছেলে চাকরির কারণে বাইরে থাকায় বাড়িতে স্বামী-স্ত্রী দুজনই বসবাস করতেন। ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে শোকের আবহ নেমে আসে।

আরও পড়ুন: ঐক্যবদ্ধ ও আধুনিক কাপাসিয়া গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন শাহ রিয়াজুল হান্নান

খবর পেয়ে পুলিশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং মুক্তিযোদ্ধা কমান্ডার ঘটনাস্থলে যান। মুক্তিযোদ্ধা কমান্ডার আলী হোসেন বলেন, দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। তা না হলে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

তারাগঞ্জ থানার এসআই আবু ছাইয়ুম জানান, প্রাথমিকভাবে দুজনকে ধারালো অস্ত্র বা ভারী কিছু দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে বলে ধারণা মিলেছে। ঘটনাটি পরিকল্পিত কি না, তা অনুসন্ধানে তদন্ত চলছে।