জানাজানি হওয়ায় ঘুষের টাকা ফেরত দিলেন এসআই

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:২০ অপরাহ্ন, ১৩ মার্চ ২০২৫ | আপডেট: ৭:৪৪ পূর্বাহ্ন, ১৫ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের জাটিয়া উচ্চ বিদ‍্যালয়ের নৈশপ্রহরী মো. আরমান হোসেন (২৪) হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করে থানায় নেয় পুলিশ। তাদেরকে মারধরের একপর্যায়ে ছেড়ে দেওয়ার আশ্বাসে ৫ লাখ টাকা দাবি করা হয়। একপর্যায়ে ৬০ হাজার টাকায় রফাদফা হলে আটকদের ছেড়ে দেওয়া হয়। ছাড়ার আগে টাকাগুলো গুণে গুণে পকেটে ভরেন পুলিশ কর্মকর্তা। কিন্তু ওই চারজন এলাকায় এসে সবাইকে জানিয়ে দেন। এতে সমালোচনা শুরু হলে টাকা ফেরত দেন পুলিশ কর্মকর্তা। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম। বুধবার (১২ মার্চ) দুপুরে ভুক্তভোগী বাবুল মিয়ার বাবা মুনায়েম মিয়ার কাছে ঘুষের ৬০ হাজার টাকা ফেরত দিয়ে আসেন ঈশ্বরগঞ্জ থানার এসআই নজরুল ইসলাম। বিষয়টি নিশ্চিত করেছেন ভুক্তভোগীর বাবা মুনায়েম মিয়া। 

তিনি বলেন, এসআই নজরুল ইসলাম খবর পাঠায় ঈশ্বরগঞ্জ পৌর বাজারে সাক্ষাৎ করার জন্য। দুপুরে ঈশ্বরগঞ্জ পৌর বাজারে এলে ঘুষের ৬০ হাজার টাকা আমার হাতে ফেরত দেয়। 

আরও পড়ুন: যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে আটক ৭০

এ বিষয়ে জানতে চাইলে ঈশ্বরগঞ্জ থানার এসআই নজরুল ইসলাম বলেন, এ নিয়ে ফোনে কিছু বলব না। সাক্ষাতে কথা বলব।

উল্লেখ্য গত বছরের ১ অক্টোবর জাটিয়া উচ্চ বিদ‍্যালয়ের নৈশপ্রহরী আরমান হোসেনকে বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে ডিউটিরত অবস্থায় কুপিয়ে হত্যা করা হয়। হত্যা মামলার এজাহারভুক্ত আসামিদের না ধরে সন্দেহজনক ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য গত ১২ ফেব্রুয়ারি থানায় নিয়ে আসে পুলিশ।

আরও পড়ুন: পাপিয়া দম্পতির সাড়ে তিন বছরের কারাদণ্ড, ৫ লাখ টাকা জরিমানা

তাদেরকে মারধরের একপর্যায়ে ছেড়ে দেওয়ার আশ্বাসে ৫ লাখ টাকা দাবি করা হয়। একপর্যায়ে ৬০ হাজার টাকায় রফাদফা হলে আটকদের ছেড়ে দেওয়া হয়। ছাড়ার আগে টাকাগুলো গুণে গুণে পকেটে ভরেন পুলিশ কর্মকর্তা। কিন্তু ওই চারজন এলাকায় এসে সবাইকে জানিয়ে দেন। এতে সমালোচনা শুরু হলে টাকা ফেরত দেন ওই পুলিশ কর্মকর্তা।