হইচই বাধিয়ে আবার এক হলেন পরী ও রাজ

বাংলাবাজার পত্রিকা রিপোর্ট
প্রকাশিত: ২:২১ অপরাহ্ন, ১১ জুন ২০২৩ | আপডেট: ৮:২১ পূর্বাহ্ন, ১১ জুন ২০২৩
ছবিতে পরীমনি, রাজ ও রাজ্যের সঙ্গে পরীর নানা শামসুল হক
ছবিতে পরীমনি, রাজ ও রাজ্যের সঙ্গে পরীর নানা শামসুল হক

দাম্পত্য কলহ, পাল্টাপাল্টি অভিযোগ, বাকযুদ্ধ শেষে তারপর হঠাৎ আবার মিলন। হ্যাঁ, চিত্রনায়ক শরিফুল রাজ ও পরীমনির কথাই এখানে বলা হচ্ছে। চিত্রনায়ক শরিফুল রাজ ও পরীমনির দাম্পত্য বিষয়ক কলহ নিয়ে সিনেমাপড়া গত কয়েকদিন ধরেই ছিল তোলপাড়। নায়ক ও স্বামী রাজের বিরুদ্ধে বিয়েবহির্ভূত সম্পর্কের অভিযোগ তুলেন এ সময়ের আলোচিত নায়িকা পরীমনি। বাধিয়ে দেন হইচই। এমনকি রাজের সঙ্গে আর সংসার করবেন না বলেও ঘোষণা দেন। রাজও পরীকে ত্যাগ করার ইঙ্গিত দিয়েছিলেন। ফলে সিনে পাড়ার সবাইসহ ভক্তরা ধরে নিয়েছেন এই দম্পতির সংসার বুঝি এই ভেঙে গেল।  

তবে পরীমনির ফেসবুক পোস্ট ও ভিডিও থেকে স্পষ্ট হয়েছে যে, পরীমনি ও রাজ আবার একত্র হয়েছেন।

আরও পড়ুন: বহু বছরের গোপন প্রেমিকের কথা স্বীকার করলেন জয়া

উল্লেখ্য, কয়েকদিন পূর্বে শরীফুল রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিন অভিনেত্রী তানজিন তিশা, নাজিফা তুষি এবং সুনেরাহ বিনতে কামালের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ফাঁস হয়। এরপর পরী-রাজের জীবনে নেমে আসে অন্ধকার। রাজ বাড়ি থেকে চলে যান।

তাদের ‘ডিভোর্স’এখন সময়ের ব্যাপার মাত্র, সংবাদমাধ্যমে দুজনের বক্তব্যে এমনই উঠে এসেছে। কিন্তু এর মধ্যেই তাদের সন্তান রাজ্যের ১০ মাস পূর্ণ হয়। আর এ উপলক্ষে পুনরায় রাজ-পরীমনি একত্র হয়েছেন। 

আরও পড়ুন: ফেসবুকে তিশার উদ্দেশে শাওন বললেন, ‘নাটক কম করো পিও’

রবিবার পরীমনি নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভোর ৫টার দিকে একটি ভিডিও আপলোড করেছেন। সেখানেই ছেলের কেক কাটার মুহূর্তে পাশাপাশি আছেন পরী-রাজ। আনন্দের সঙ্গে ছেলের কেক নিয়ে দুষ্টুমি উপভোগ করছেন তারকা দম্পতি।

ভিডিওটি পোস্ট করে পরীমনি হাসির ইমোজির সঙ্গে লেখেন, আজ রাজ্যের দশ মাস পূর্ণ হলো, আলহামদুলিল্লাহ। শুভ দশমাস বাজান। মাসের দশ তারিখটা আমাদের জন্যে অনেক স্পেশাল!  ছবি ও ভিডিওতে পরীমনি, রাজ ও রাজ্যের সঙ্গে পরীর নানা শামসুল হকও দেখা গেছে। তাদের ঘনিষ্ঠজনদের মধ্যস্ততায় এই দম্পতির সংসার আবার রক্ষা পেল।  তাদের ঘনিষ্ঠজনদের মধ্যস্ততায় এই দম্পতির সংসার আবার রক্ষা পেল।