নিজের লুক নিয়ে খোলাখুলি কথা বলেছেন শ্রাবন্তী

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী সম্প্রতি নিজের লুক ও সৌন্দর্য নিয়ে খোলাখুলি কথা বলেছেন। এক পডকাস্টে অংশ নিয়ে তিনি জানান, এখন পর্যন্ত নিজের সৌন্দর্য ধরে রাখতে কোনো ধরনের সার্জারি করেননি।
উপস্থাপকের প্রশ্নের জবাবে শ্রাবন্তী বলেন, ভগবান আমাকে যেভাবে তৈরি করেছেন, আমি সেইভাবেই আছি। মাঝে মাঝে ওজন বাড়ে-কমে, কিন্তু মুখটা একই থাকে। আমি এখন অবধি কোনো সার্জারি করিনি, তাই একই আছি। নিজের চেহারায় কোনো বড় পরিবর্তন না আসা প্রসঙ্গে তিনি অকপটে বলেন, তো আমি কীভাবে পরিবর্তন করবো?
আরও পড়ুন: সোনাক্ষী-জাহিরের ছবি ঘিরে তোলপাড়, মুখ খুললেন অভিনেত্রী
সৌন্দর্য বাড়াতে বোটক্স নেওয়ার বিষয়ে প্রশ্ন করলে অভিনেত্রী জানান, ইনজেকশন তার ভীষণ ভয় লাগে। তবে ভবিষ্যতে প্রয়োজনে চেষ্টা করতে পারেন বলে ইঙ্গিত দেন শ্রাবন্তী। তিনি বলেন, খুব ভয় লাগে ইনজেকশন, ফিউচারে দেখবো একবার ট্রাই করে, কিন্তু এখন অব্দি করিনি।
বর্তমানে শ্রাবন্তী কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও সমানভাবে আলোচনায় আছেন। তার এই খোলামেলা মন্তব্য ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে ভক্তদের মধ্যে চলছে ব্যাপক আলোচনা।