জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন খালেদা জিয়া ও তারেক রহমান

জাতীয় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের প্রতিনিধি দল।
বুধবার রাত ৮টা থেকে ৮টা ২৫ মিনিট পর্যন্ত রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: উপদেষ্টাদের কল রেকর্ড কার কাছে, জনগণ জানতে চায়: রিজভী
কমিশনের পক্ষ থেকে সদস্য ড. বদিউল আলম মজুমদার ও মনির হায়দার চৌধুরী বিএনপি চেয়ারপারসনের হাতে আমন্ত্রণপত্র তুলে দেন। তারা কমিশনের সভাপতি ও সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে এই আমন্ত্রণ জানান।
খালেদা জিয়ার পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও “জাতীয় জুলাই সনদ ২০২৫” স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে। এসময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহ বাবা হলেন
সাক্ষাৎ শেষে ড. বদিউল আলম মজুমদার বলেন, “জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি প্রফেসর মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে আমরা খালেদা জিয়ার হাতে আমন্ত্রণপত্র প্রদান করেছি। তিনি তার সুস্বাস্থ্যের কামনা করেছেন এবং আমন্ত্রণে সন্তোষ প্রকাশ করেছেন। শুক্রবারের জাতীয় জুলাই সনদ স্বাক্ষর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে।”
মনির হায়দার চৌধুরী বলেন, “আমরা আশা করছি, সব রাজনৈতিক দলই এতে অংশ নেবে। খালেদা জিয়া অংশগ্রহণ করুন বা না করুন, তাকে আমন্ত্রণ জানানোর বিষয়ে ড. ইউনূস বিশেষ নির্দেশ দিয়েছেন। তিনি এ সনদ স্বাক্ষরের সাফল্য কামনা করেছেন।”
তিনি আরও জানান, বর্তমানে দেশের বাইরে অবস্থানরত বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আমন্ত্রণপত্র চেয়ারপারসনের একান্ত সচিবের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রসঙ্গত, বহুল প্রতীক্ষিত ‘জাতীয় জুলাই সনদ ২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৪টায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য ও বিভিন্ন উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তারা উপস্থিত থাকবেন।