ইমাদ–সাব্বিরের নৈপুণ্যে বিপিএলে প্রথম জয় ঢাকা ক্যাপিটালসের

Sadek Ali
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ন, ২৭ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৫:৩১ অপরাহ্ন, ২৭ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইমাদ ওয়াসিমের বিধ্বংসী বোলিং ও সাব্বির রহমানের ঝড়ো ব্যাটিংয়ে বিপিএল ২০২৬-এ প্রথম ম্যাচেই জয়ের দেখা পেল ঢাকা ক্যাপিটালস। বিপিএলের দ্বাদশ আসরের তৃতীয় ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সকে সহজেই পরাজিত করে মৌসুম শুরু করল ঢাকা।

এক দিন আগেই একই ভেন্যুতে সিলেট টাইটান্সের বিপক্ষে দাপট দেখিয়েছিল রাজশাহী। তবে পরদিনই পুরো চিত্র পাল্টে যায়। ঢাকার নিয়ন্ত্রিত ও শৃঙ্খল বোলিং আক্রমণে শুরু থেকেই চাপে পড়ে রাজশাহী ব্যাটিং লাইনআপ।

আরও পড়ুন: আইপিএল শুরুর আগেই মোস্তাফিজকে নিয়ে উত্তপ্ত পরিস্থিতি

ম্যাচের আগে সহকারী কোচ মাহবুব আলী জাকির মৃত্যুশোকে দিন কাটালেও মাঠে দারুণ মনোযোগ নিয়ে নামে ঢাকা ক্যাপিটালস। টস জিতে অধিনায়ক মোহাম্মদ মিঠুন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন, যা শুরু থেকেই সঠিক প্রমাণিত হয়।

ইনিংসের প্রথম বলেই রাজশাহী হারায় সাহিবজাদা ফারহানকে। এরপর ইমাদ ওয়াসিম নিয়ন্ত্রণ নেন বোলিংয়ে। নাসির হোসেন ফিরিয়ে দেন তানজিদ হাসান তামিমকে, যিনি ১৫ বলে ২০ রান করেন। ইমাদ এরপর একে একে শান্ত ও অভিজ্ঞ ইয়াসির আলীকে আউট করে রাজশাহীকে বড় ধাক্কায় ফেলেন। ১১ ওভারে রাজশাহীর স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ৭৮ রান।

আরও পড়ুন: দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন খালেদা জিয়া: সাকিব

রাজশাহী আর ম্যাচে গতি ফেরাতে পারেনি। শান্ত সর্বোচ্চ ৩৭ রান করেন ২৮ বলে, আর মুশফিকুর রহিম যোগ করেন ২৩ বলে ২৪ রান। ইমাদ ওয়াসিম তিন উইকেট শিকার করেন, নাসির নেন দুটি। নির্ধারিত ২০ ওভারে রাজশাহীর সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ১৩২ রান। শেষ দিকে মোহাম্মদ নেওয়াজ অপরাজিত থাকেন ২৬ রানে।

১৩৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই সাইফ হাসানকে হারায় ঢাকা। এরপর আব্দুল্লাহ আল মামুন ও উসমান খান ইনিংস সামাল দেন। উসমান ১৫ বলে ১৮ রান করে ফিরলেও অধিনায়ক মিঠুনও বড় ইনিংস খেলতে পারেননি, করেন ১০ বলে ১২ রান।

মামুন দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ বলে ৪৫ রান করে আউট হলে দায়িত্ব পড়ে নাসির হোসেন ও শামীম হোসেন পাটোয়ারীর ওপর। নাসির ফিরে যাওয়ার পর ম্যাচের নিয়ন্ত্রণ নেন সাব্বির রহমান। ১০ বলে অপরাজিত ২১ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। শামীমও ১৩ বলে ১৭ রান করে অপরাজিত থাকেন। সহজেই লক্ষ্যে পৌঁছে যায় ঢাকা ক্যাপিটালস।

এই জয়ের মাধ্যমে বিপিএল ২০২৬ আসরে আত্মবিশ্বাসী সূচনা করল ঢাকা ক্যাপিটালস।