সিংড়ায় ঈদে মিলাদুন্নবী (সা:) পালিত

Sanchoy Biswas
মো. মোতালেব হোসেন, সিংড়া (নাটোর)
প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ন, ২১ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১১:০৬ পূর্বাহ্ন, ২৮ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নাটোরের সিংড়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে পুঠিমারী বাজারে জাঁকজমকপূর্ণ জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সা:) অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২১ সেপ্টেম্বর) মহানবী হযরত মুহাম্মদ (সা:) স্মরণে উপজেলার পুঠিমারী বাজারের ওয়ারেছীয়া খানকা শরীফ থেকে এই জুলুসটি বের করা হয়।

আরও পড়ুন: ধামরাইয়ে পার্কিং করা যাত্রীবাহী বাসে রহস্যজনক আগুন

নেতৃত্ব দেন হযরাতুল আল্লামা পীরে তরিকত, ফোকারায়ে ওয়ারেছ ও আওলাদে রাসুল (সঃ)- ইমাম সৈয়দ গোলাম ওয়ারেছ শাহ্ ওয়ারেছী (তারেক) মাদ্দা-জিল্লুহুল-আলী পীর কেবলা।

জুলুসটি ওয়ারেছীয়া খানকা শরীফ থেকে শুরু হয়ে পুঠিমারী বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। অংশগ্রহণকারীরা নানা রঙে সজ্জিত পতাকা, ফেস্টুন এবং ব্যানার নিয়ে শান্তিপূর্ণভাবে মিছিলে যোগ দেন।

আরও পড়ুন: খুলনা ১ আসনে কৃষ্ণ নন্দী জামায়াতের প্রার্থী হতে পারে