এনসিপির দলীয় প্রতীক চাইল শাপলা

নতুন রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন জমা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির পক্ষ থেকে ‘শাপলা’ প্রতীক চাওয়া হয়েছে। একইসঙ্গে বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) পুনর্গঠনের দাবি জানিয়েছে দলটি।
রোববার (২২ জুন) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিবন্ধনের শেষ দিনে প্রয়োজনীয় দলিলাদি নিয়ে আবেদনপত্র জমা দেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন মূখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, উত্তরাঞ্চল সমন্বয়ক সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন, যুগ্ম মূখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিনসহ প্রায় ৫০ সদস্যের একটি প্রতিনিধি দল।
আরও পড়ুন: খালেদা জিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা
বিকেল চারটার দিকে তারা নির্বাচন ভবনে পৌঁছান এবং দ্বিতীয় তলার ডেস্কপ্যাচ বিভাগে আবেদনপত্র জমা দেন। পরে সাড়ে চারটার দিকে সংবাদ ব্রিফিংয়ে সদস্য সচিব আখতার হোসেন বলেন, নির্বাচন কমিশনের শর্ত অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্রসহ আমরা আবেদন জমা দিয়েছি। আমরা এনসিপির প্রতীক হিসেবে ‘শাপলা’ চেয়েছি।
তিনটি প্রতীক চাওয়া হলেও ‘শাপলা’ প্রতীক বরাদ্দ পাওয়া নিয়েই আশাবাদ ব্যক্ত করেন তিনি। দলটির মূখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী জানান, শাপলা ছাড়াও ‘কলম’ ও ‘মোবাইল’ প্রতীক আবেদনপত্রে উল্লেখ করা হয়েছে। তবে শাপলাই এনসিপির জন্য প্রযোজ্য বলে দাবি তার।
আরও পড়ুন: সংস্কার সংস্কার করে কালক্ষেপণ করলে ভয়ংকর বিপদ ডেকে আনবে: রিজভী
নাসির উদ্দিন পাটোয়ারী আরও বলেন, আমরা বিশ্বাস করি, আগামী নির্বাচনে এনসিপি ‘শাপলা’ প্রতীকে জয় পাবে এবং সরকার গঠন করবে। জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত ৪০০ আসনের মধ্যে ৩০০ আসনে এনসিপি জয়ী হবে। আমরা এখনও বলছি—বর্তমান নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। এ ইসি পুনর্গঠনের বিকল্প নেই। বি অপশনেও যাচ্ছি না। দলটির পক্ষ থেকে আশা করা হচ্ছে, নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে প্রক্রিয়া অনুসরণ করে নিবন্ধনের বিষয়টি বিবেচনায় নেবে এবং শাপলা প্রতীক বরাদ্দ দেবে।