গল টেস্টে পাকিস্তানের জয় লাভ

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১২:০৩ অপরাহ্ন, ২০ জুলাই ২০২৩ | আপডেট: ৬:০৩ পূর্বাহ্ন, ২০ জুলাই ২০২৩
ছবি : এএফপি
ছবি : এএফপি

জয়ের জন্য স্বাগতিক শ্রীলঙ্কা গল টেস্টে পাকিস্তানের সামনে খুব বড় লক্ষ্য দিতে পারেনি। কিন্তু ১৩১ রানের লক্ষ্যে খেলতে নেমেও অস্বস্তিতে পড়ে গিয়েছিল সফরকারীরা। ৩৮ রান করতে তারা হারিয়ে ফেলেছিল তিন উইকেট। ৩ উইকেটে ৪৮ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শেষ করে পাকিস্তান।

শেষ দিনে ম্যাচ জিততে পাকিস্তানের দরকার ছিল আরো ৮৩ রান, আর লঙ্কানদের লাগত ৭ উইকেট। পঞ্চম দিনে লাঞ্চের আগেই ম্যাচটি জিতে নিয়েছে পাকিস্তান।

আরও পড়ুন: আজ সন্ধ্যা ৬টায় বাংলাদেশ-আয়ারল্যান্ড প্রথম টি-টোয়েন্টি

চার উইকেটের জয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাবর আজমরা। পঞ্চম দিনে আরো তিন উইকেট হারায় পাকিস্তান।

বাবর ফিরেন ২৮ বলে ২৪ রান করে, আর প্রথম ইনিংসের ডাবল সেঞ্চুরিয়ান সৌদ শাকিল আউট হন ৩৮ বলে ৩০ রানের ইনিংস খেলে। সরফরাজ আহমেদ ফিরেছেন মাত্র ১ রান করেই। অপরাজিত ফিফটি (৫০) করে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন ওপেনার ইমাম-উল-হক।

আরও পড়ুন: বিয়ের তারিখ ঘোষণা করলেন রোনালদো-জর্জিনা

উল্লেখ্য যে, শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ৩১২ রানে গুটিয়ে গিয়েছিল।

জবাবে পাকিস্তান তাদের প্রথম ইনিংসে ৪৬১ রান করে। প্রথম ইনিংসে পাকিস্তানের চেয়ে ১৪৯ রানে পিছিয়ে থেকে গতকাল দ্বিতীয় ইনিংসে ২৭৯ রানে অল আউট হয় শ্রীলঙ্কা। ফলে পাকিস্তানের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ১৩১ রান। দুদলের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট ২৪ জুলাই কলম্বোতে শুরু হবে।