গাজীপুরে জাল টাকা তৈরির কারখানা উদ্ধার, বিপুল জাল নোটসহ গ্রেপ্তার ৩

Any Akter
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ৪:১০ অপরাহ্ন, ২৭ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৬:১৮ অপরাহ্ন, ২৭ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুর মহানগরের টঙ্গীতে জাল টাকা তৈরির একটি কারখানা আবিষ্কার করেছে র‌্যাব। সোমবার রাতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল টাকা, প্রিন্টিং সরঞ্জামসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাব-১ এর গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের লেফটেন্যান্ট কমান্ডার মো. নাফিজ বিন জামান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, অভিযানে ৫ লাখ ৪০ হাজার টাকা মূল্যমানের জাল নোট এবং পেপারে প্রিন্টেড অবস্থায় আরও ৯ লাখ ১০ হাজার টাকা মূল্যমানের জাল নোট উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন— টঙ্গী পূর্ব থানার দত্তপাড়া আলম মার্কেট এলাকার আরিফ রায়হান (৩১), গাইবান্দার গাবিন্দগঞ্জ থানার শক্তিপুর বাজার এলাকার মো. রুবেল মিয়া (৩৩) এবং ময়মনসিংহের মুক্তাগাছা থানার ঘোঘা এলাকার মো. জাহিদুল ইসলাম ওরফে সবুজ (৩১)। রুবেল মিয়া টঙ্গীর খোকন ভিলায় এবং সবুজ টঙ্গী পশ্চিম থানার আ. রহমানের বাড়িতে বসবাস করতেন।

আরও পড়ুন: সর্ব মিত্র চাকমার বিরুদ্ধে বহিরাগত শিশু-কিশোরদের সঙ্গে অসদাচরণের অভিযোগ

র‌্যাব কর্মকর্তা জানান, বিশ্বস্ত সূত্র ও গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ এর একটি আভিযানিক দল জানতে পারে, টঙ্গী পূর্ব থানার দত্তপাড়া এলাকার খোকন ভিলার ৫ম তলায় একটি চক্র অবৈধভাবে জাল টাকা তৈরি ও বিক্রির জন্য কারখানা পরিচালনা করছে। পরে সোমবার রাত সাড়ে ১১টার দিকে সেখানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের দখল থেকে জাল টাকা তৈরির চারটি প্রিন্টার, তিনটি ল্যাপটপ, একটি পেপার কাটার মেশিন, একটি লেমিনেটিং মেশিন, দুইটি পেপার বাইন্ডার মেশিন, একটি স্ক্যানার, বিভিন্ন রঙের ১৫টি প্রিন্টারের কালি, ২৫টি স্ক্রিন ফ্রেম, দুইটি স্ক্রিন লক ফ্রেম, চারটি প্লাস্টিকের স্কেল, পাঁচটি এন্টি কাটার, ছয়টি রুল ফুয়েল পেপার, ১.৫ লিটার স্পিরিট, একটি স্প্রে রং, দুই বোতল কেমিক্যাল এবং জাল টাকা তৈরির বিভিন্ন সাইজের কাগজ ১০ রিমসহ বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার ও জব্দ করা হয়।

আরও পড়ুন: তেজতুরী বাজারে স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যা: অস্ত্রসহ অন্যতম শ্যুটার গ্রেফতার

র‌্যাব কর্মকর্তা আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে জাল নোট তৈরি ও বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করা হয়েছে।