ঢাবিতে ‘সৈয়দ আবদুল আজিজ–আখতারুন নাহার ট্রাস্ট ফান্ড’ গঠন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ছাত্রীদের উচ্চশিক্ষায় সহায়তা দিতে ‘সৈয়দ আবদুল আজিজ ও আখতারুন নাহার ট্রাস্ট ফান্ড’ গঠন করা হয়েছে। পিতা-মাতার স্মৃতি রক্ষার্থে দাতা পরিবারের পক্ষ থেকে বৃহস্পতিবার (১ জানুয়ারি ) ১০ লাখ টাকার একটি চেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের কাছে হস্তান্তর করেন ড. সৈয়দা জাকিয়া হোসেন।
উপাচার্যের কার্যালয় সংলগ্ন সভাকক্ষে আয়োজিত চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান, সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. ফাতেমা রেজিনা ইকবাল, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদসহ দাতা পরিবারের সদস্যরা।
আরও পড়ুন: ঢাবি উপাচার্যের সঙ্গে আইইউবি প্রো-ভাইস চ্যান্সেলরের সৌজন্য সাক্ষাৎ
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, এই ট্রাস্ট ফান্ড কেবল বৃত্তি প্রদানের উদ্যোগ নয়; এটি বিশ্ববিদ্যালয় ও সমাজের মধ্যে ইতিবাচক সম্পর্ক ও মূল্যবোধ গড়ে তোলার একটি কার্যকর মাধ্যম। সমাজের সঙ্গে টেকসই সম্পর্ক প্রতিষ্ঠিত হলে শিক্ষা ও মানবিক উন্নয়নে তার সুস্পষ্ট প্রতিফলন ঘটে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও জানান, ট্রাস্ট ফান্ডকে কেন্দ্র করে কমিউনিটি আউটরিচ কার্যক্রম জোরদার করা, আধুনিক ডেটাবেস এবং স্বচ্ছ তথ্য সংরক্ষণ ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে, যা ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের সামাজিক দায়বদ্ধতাকে আরও শক্তিশালী করবে।
আরও পড়ুন: নতুন বইয়ের আনন্দে প্রাথমিক, অপেক্ষায় মাধ্যমিক শিক্ষার্থীরা
এই তহবিল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের আন্ডারগ্র্যাজুয়েট প্রথম বর্ষ এবং ঢাকা মেডিকেল কলেজের এমবিবিএস প্রথম বর্ষে অধ্যয়নরত মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ছাত্রীদের এককালীন বা মাসিক বৃত্তি প্রদান করা হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ উচ্চশিক্ষায় নারীদের অংশগ্রহণ বৃদ্ধি এবং সামাজিক সমতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।





