২৫ মে গাজীপুরে নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা

Shakil
বাংলাবাজার পত্রিকা
প্রকাশিত: ১:২৭ অপরাহ্ন, ২২ মে ২০২৩ | আপডেট: ১১:৪৮ পূর্বাহ্ন, ২২ মে ২০২৩
ফাইল ফটো
ফাইল ফটো

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে আগামী ২৫ মে বৃহস্পতিবার নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব সোনিয়া হাসান স্বাক্ষর করা এক প্রজ্ঞাপনে রোববার (২১ মে) এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: বছর পেরিয়ে গেলেও প্রকাশ করা হয়নি উপদেষ্টাদের আয় ও সম্পদের হিসাব

প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদা মোতাবেক গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় ভোটগ্রহণের দিন অর্থাৎ ২৫ মে সাধারণ ছুটি ঘোষণা করা হলো।

উল্লেখ্য, আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আজমত উল্লাহ খান। আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন।

আরও পড়ুন: খালেদা জিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা